Wednesday 29 December 2010

সরকারি ব্যর্থতায় সিন্ডিকেট ব্যবসায়ীরা জনগণকে জিম্মি করে ফেলেছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতারা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ভয়াবহ মূল্যবৃদ্ধি রোধে সরকারি ব্যর্থতায় অসত্ ব্যবসায়ীদের সিন্ডিকেট জনগণকে জিম্মি করে ফেলেছে। গতকাল পার্টির ঢাকা মহানগর কমিটির জরুরি সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা। এ অবস্থা প্রতিরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ সরকারি ভূমিকা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা।
সভায় বলা হয়, বাজার নিয়ন্ত্রণ ও বাজার তদারকি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এ অবস্থায় স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে এবং তাদের ক্রয়ক্ষমতাও মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংসংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন ও সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, অসত্ সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর উত্পাদন, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রমে সরকারি ভূমিকা বৃদ্ধিরও আহ্বান জানান তারা। এদিকে অবিলম্বে হয়রানিমূলক মামলায় আটক গার্মেন্ট শ্রমিক নেতা মোশরেফা মিশু ও বাহরানে সুলতানের মুক্তি দাবি করেন তারা। সভায় পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মীর মোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, হাবিবুল ইসলাম বসুনিয়া, মো. বশির উদ্দিন, ফিরোজ খান, সেলিনা বেগম, শাহাদত হোসেন খোকন, রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment