বুধবার, ৩০ নভেম্বর ২০১১ ![]() এ ঘটনায় আরও লোকজন গ্রেপ্তার করা হবে নিশ্চিত। আবদুল হান্নান খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ সদস্য, বিএনপি’র ২ সদস্য সহ আরও মোট ১০ সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছেন। এছাড়া, আছেন আশরাফুজ্জামান খান নামে এক মার্কিন নাগরিক, মইনুদ্দিন চৌধুরী নামে এক বৃটিশ নাগরিক। অভিযোগ আছে, তারা দু’জনেই আধা-সামরিক সংস্থা বলে পরিচিত আলবদরের নেতা ছিলেন। ১৯৭১ সালের ডিসেম্বরে এই আলবদরই বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। আবদুল হান্নান খান বলেন, এর মধ্যে আশরাফুজ্জামান খান থাকেন নিউ ইয়র্কে এবং মইনুদ্দিন চৌধুরী থাকেন যুক্তরাজ্যের লন্ডনে। তাদের এত দূরে থাকাটা বিচার ব্যবস্থায় একটি বাধা হিসেবে দেখা হচ্ছে। একজন রাজনৈতিক বিশ্লেষকের মতে, এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হবে না। কারণ, এ দু’ব্যক্তির অনুপস্থিতিতেই তাদেরকে অভিযুক্ত করা হবে এবং বিচার করা হবে। আদালত বিচারের প্রহসনে রূপ নিচ্ছে। অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা সরকারের পূর্ব পরিকল্পনা ছিল। এখন দৃশ্যত সরকার আদালতকে রাবারস্ট্যাম্প হিসেবে ব্যবহার করছে। বেশির ভাগ বাংলাদেশীর কাছে এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৫ সালে। তখন বর্তমান আইনমন্ত্রীর নেতৃত্বে বিশিষ্ট নাগরিকদের স্বপ্রণোদিত একটি দল (প্যানেল) ১৬ ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ হাজির করেন। তাদের মধ্যে বর্তমানে ৭ জন আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের জন্য অপেক্ষা করছেন। ১৯৯৫ সালের ওই প্যানেলে ছিলেন একজন বিচারক। জামায়াতে ইসলামীর সদস্যদের ডিফেন্স টিম ওই বিচারকের অপসারণ দাবি করছে। যদিও প্রত্যাশিত নয়, তবুও যদি জামায়াতে ইসলামীর পুরো নেতৃত্বকে অভিযুক্ত করা হয় এবং দুই বছরের মধ্যে ফাঁসি দেয়া হয় তাহলে ২০১৩ সালে অনুষ্ঠেয় পরবর্তী সংসদ নির্বাচনের আগেই বাংলাদেশের বিরোধী শক্তি বেশ দুর্বল হয়ে পড়বে। এ রকম নগ্ন দলীয় বিচারিক কর্মকাণ্ড বাংলাদেশের জন্মের প্রকৃত ইতিহাস লেখার কাজকে অত্যন্ত কঠিন করে তুলবে। ১৯৭১ সালের গণহত্যার স্বাধীন তদন্ত সংস্থা ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই কমিটির এমএ হাসানের মতে, পাকিস্তানি সেনারাই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারাই নৃশংসতার শতকরা ৯৫ ভাগ সংঘটিত করেছিল। দেশভাঙার চেষ্টা ব্যর্থ করতে তাদেরকে হত্যার নির্দেশ দেয়া হয়েছিল। তারা একটি তত্ত্বের ভিত্তিতে এসব কাজ করেছিল। তাহলো- দুই পাকিস্তানের ইসলামিক একত্বের সঙ্গে কোন কিছুর আপস করা হবে না। এখনও তাদেরকে আদালতে আনা হয়নি। পাকিস্তানিদের প্রতি অনুগত হাজার হাজার বিহারি অভিবাসীকে যেসব স্বাধীনতাপন্থি হত্যা করেছিল তাদের কোন সদস্যকেও আদালতে আনা হবে না। বর্তমান অভিযুক্তদের তালিকা দেখে মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সুবিধা নিতে চায়। আর তা হলো- আন্তর্জাতিক মান বজায় রেখে স্বাধীন যুদ্ধাপরাধের বিচার অনুমোদনের বিষয়টিকে সামনে এনে শেখ হাসিনা ও বাংলাদেশ ভাল কাজ করেছেন তা দেখানো। বিবাদীপক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীকে নিযুক্ত করেছে। কিন্তু সরকার কার্যত তাদেরকে আদালতে উপস্থিত হতে দেয়া ঠেকিয়ে দিয়েছে। এমনকি তাদেরকে বাংলাদেশে ঢুকতেই দেয়া হয়নি। রাজনীতিকরণের এই অবস্থার মাঝে এমএ হাসান পক্ষপাতহীন অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। কয়েক বছর আগে, তিনি যুদ্ধাপরাধের অপরাধে জড়িত সন্দেহে সরকারকে ১৭৭৫ জনের একটি তালিকা দিয়েছেন। বর্তমানে যাদের বিরুদ্ধে বিচার হচ্ছে তারাও রয়েছেন ওই তালিকায়। এতে আরও নাম আছে আওয়ামী লীগ জোটের কিছু ব্যক্তির ও পাকিস্তানের সাবেক কিছু সেনা সদস্যের। এমএ হাসানের অফিসে গত মঙ্গলবারের সাক্ষাতের শেষে তিনি দায়মুক্তির চলমান ধারায় দুঃখ প্রকাশ করেন। তিনি ঢাকার গণহত্যার একটি মানচিত্র দেখান। এতে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহ দেখানো হয়েছে ৪৮টি গণকবর। সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর ২০১১ ০১:২৭ |
Tuesday, 29 November 2011
যুদ্ধাপরাধের বিচার নিয়ে নিউ ইয়র্ক টাইমস-এর অন্য রকম প্রতিবেদন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment