Friday 30 July 2010

ডাউকিতে ২৪ বাংলাদেশী আটক, সীমান্তে তোলপাড়

Manobzamin | Saturday, 31 July 2010
সিলেট অফিস: ভারতের ডাউকি সীমান্ত থেকে বিএসএফ ও ভারতীয়রা ২৪ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে। তবে বিডিআর এ ব্যাপারে গতকাল বিকাল পর্যন্ত কোন সঠিক তথ্য দিতে পারেনি। তবে এ বিষয়টি নিয়ে সীমান্তে তোলপাড় চলছে। তামাবিল সীমান্তের ওপারের ভারতের ডাউকি শহরে বৃহস্পতিবার বিকালে কেনাকাটা করতে গেলে বাংলাদেশের ২৪ জন নাগরিককে খাসিয়া ও বিএসএফ আটক করে।
বাংলাদেশের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার তামাবিল, নলজুরি, আলু-বাগান ও মোকামপুঞ্জি এলাকার ৩০-৩৫ জনের নারী-পুরুষ ভারতের ডাউকিতে বাজার করতে যান। সীমান্তবর্তী এলাকার বাসিন্ধা হওয়ায় তারা প্রায়ই ডাউকি বাজারে যাতায়াত করতেন। বিএসএফ কিংবা ভারতীয় খাসিয়ারা কখনও তাদের কোন বাধা নিষেধ করেনি। বুধবার ভারতের রংহংকং বস্তির জমিদার টেরা খাসিয়ার ভাগ্নে ব্রি খাসিয়ার পুত্র ডিমী খাসিয়াকে (২৪) আটকের পর বাংলাদেশী সীমান্তবর্তী লোকদের উপর ুব্ধ হয়ে ওঠে ভারতীয় খাসিয়ারা। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাউকি বাজারে বাংলাদেশী নাগরিক আটক করতে খাসিয়া ও বিএসএফ অভিযান চালায়। এ সময় ২৪জন লোককে আটক করা হয়। তাদের মধ্যে ১১ জন মহিলা ও ১৩ জন পুরুষ। তামাবিল এলাকার ৮জন মহিলা ও ১১জন পুরুষ, আলু-বাগান এলাকার ৩ জন মহিলা ও ২জন পুরুষ রয়েছেন। অভিযানের সময় আলু-বাগান এলাকার স্যাম’র স্ত্রী বিথী নামে একজন পালিয়ে আসেন। বিথী জানিয়েছেন, আমরা ডাউকি বাজারে কেনাকাটা করতে গিয়েছিলাম। প্রায় সময় আমরা সেখানে যাই। কিছু পান-সুপারিসহ সামান্য কেনাকাটা শেষ চলে আসব এমন সময় সেখানকার খাসিয়ারা দলবদ্ধভাবে বিএসএফ’র সহযোগিতায় বাঙালিদের গ্রেপ্তার অভিযান চালায়। আমাদের সঙ্গে থাকা নারী-পুরুষসহ ২৪ জনকে আটক করে। তিনি জানান, তাদের এলাকার রুবেল ও রাসেলসহ আরও ৩ মহিলাকে আটক করা হয়। গতকাল এ ব্যাপারে বিডিআরের ২১ রাইফেল ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জহিরুল আলম জানিয়েছেন, সীমান্তের লোকজন প্রায় সময় ওপারে যায় বলে শুনেছেন। তবে ২৪ বাংলাদেশী নাগরিক আটকের বিষয়টি তারা নিশ্চিত নয়। তিনি জানান, স্থানীয় এলাকাবাসী কিংবা বিএসএফ’র প থেকে কোন কিছুই জানানো হয়নি। কেউ কোন অভিযোগ দিলে এ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। এদিকে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্তে ভারতীয়দের আগ্রাসন বাড়ছেই। বিএসএফ’র পাশাপাশি ভারতীয় খাসিয়ারা প্রায় ৫ মাস ধরে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএসএফ’র সহযোগিতায় ভারতীয়রা বাংলাদেশের বিভিন্ন স্থানে জমি দখল ও চাষাবাদ কাজ অব্যাহত রেখেছে। বাংলাদেশী কৃষকদের ২৬টি গরু গতকাল পর্যন্ত্ত ফেরত দেয়নি ভারত। জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ১২৭৭ থেকে ১২৮২ নং সীমান্ত পিলার পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে বিএসএফ’র সহযোগিতায় ভারতীয়রা ভূমি দখল ও চাষাবাদ কাজ করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দিকে তামাবিল, শ্রীপুর ও মিনাটিলা এলাকায় হালচাষ করতে নামে। বিডিআর জানায়, ১২৭৭ নং ৩-এস পিলার’র আমস্বপ্নপুর এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১শ’ গজ ভেতরে প্রবেশ করে জমি দখল ও চাষাবাদ চালায়। এছাড়া আলু-বাগান খাসিয়া হাওর ও পাগলাটিলা এলাকায় আরও ১০-১৫ জন ভারতীয় নাগরিক চাষাবাদ করতে নামে। এ সময় সীমান্তে টহলরত বিডিআর হেন্ড মাইক ও বাঁশি বাজিয়ে ভারতীয়দের চলে যাওয়ার আহবান জানায়। বিডিআর’র বাধা উপো করে ভারতীয় নাগরিকরা চাষাবাদ অব্যাহত রাখে। প্রায় ৩ ঘণ্টা অবস্থান করে তারা ওপারে চলে যায়। তবে গতকাল শুক্রবার কেউ নামেনি।

http://202.79.16.19/index.php?option=com_content&task=view&id=6043&Itemid=1

No comments:

Post a Comment