Wednesday, 21 September 2011

আজহার-তাসনীমসহ ৪শ’ নেতাকর্মী গ্রেফতার



স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহসহ সারাদেশে প্রায় চারশ’ নেতাকর্মীকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিকালে সংঘর্ষ চলাকালে রাজধানী থেকে শতাধিক নেতাকর্মী এবং রাতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে
তার বাসা এবং কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাসনীম আলমসহ ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বাকিদের দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে আটক করা হয়েছে। এদিকে সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তাদের ৬/৭শ’ নেতাকর্মীকে গ্রেফতারের দাবি করা হয়েছে। গতরাতে এটিএম আজহারুল ইসলামের বাড়িতে ও কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের পুলিশ প্রথমে রমনা থানায় ও পরে ডিবি অফিসে নিয়ে যায়। রমনা জোনের পুলিশ এ অভিযান চালায়।
জানা গেছে, গতরাত ৮টা ৪০ মিনিটে রমনা জোন, থানা ও ডিবির অর্ধশত পুলিশ জামায়াতের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বাসা মগবাজারের ওয়্যারলেস গেটের এফ টাওয়ার ঘিরে ফেলে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। একই সময় পুলিশ মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিস ঘিরে ফেলে। এরপর রমনা জোনের এডিসি সৈয়দ নুরুল ইসলাম, এসি শিবলী নোমানের নেতৃত্বে এক প্লাটুন পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে তল্লাশি চালায়। সেখান থেকে পুলিশ জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক মো. তাসনীম আলম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এবং অফিস স্টাফসহ ২৩ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তাসনীম আলমকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ। গ্রেফতারের সময় তাসনীম আলম জানান, এটা অন্যায়, অমানবিক। এরপর পুলিশ তাদের রমনা থানায় নিয়ে যায়।
তাদেরকে গ্রেফতার প্রসঙ্গে এডিসি নুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত। এজন্য তাদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হয়েছে

No comments:

Post a Comment